স্বাগতম, বগুড়া প্রধান ডাকঘর, বগুড়া।  পোস্টকোড - ৫৮০০

Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বগুড়া প্রধান ডাকঘর

১৮৬৪ সালে প্রতিষ্ঠিত হওয়া বগুড়া প্রধান ডাকঘর বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় অবস্থিত। 

বগুড়া প্রধান ডাকঘর একজন সহকারী পোস্টমাস্টার জেনারেল-কাম- পোস্টমাস্টার (১ম শ্রেণি) এবং তার অধীনে ৫ জন সহকারী পোস্টমাস্টার, ১ জন ডেপুটি পোস্টমাস্টার, ১জন পরিদর্শক, ১জন হিসাব রক্ষক সহ প্রায় ১২৯ জন কর্মকর্তা কর্মচারী জনসেবা দিয়ে থাকেন।

“সেবাই আদর্শ” মূলমন্ত্রকে ধারণ করে বগুড়া প্রধান ডাকঘর যুগযুগ ধরে একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসাবে জনসেবা দিয়ে আসছে। বগুড়া প্রধান ডাকঘর হতে দেশের যেকোন প্রান্তে এবং বিশ্বের প্রায় সব দেশেই যে কোন চিঠি, পার্সেল, ডকুমেন্টস ইত্যাদি নিরাপদে স্বল্প খরচে এবং দ্রুত সময়ের মধ্যে  প্রেরণ করা যায়। 

এছাড়াও এখানে সঞ্চয় ব্যাংক, সঞ্চয়পত্র, ডাকজীবন বীমা , মনি ওর্ডার, পোস্টাল ওর্ডার, পোস্টাল ক্যাশ কার্ড, ইএমটিএস, স্পিড পোস্ট এবং নগদের যাবতীয় সেবা প্রদান করা হয়।